ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

বিকাশ ওয়ালেট থেকে জনতা ব্যাংক হিসাবে অ্যাড মানি সুবিধার উদ্বোধন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৬:২৪ পিএম বিকাশ ওয়ালেট থেকে জনতা ব্যাংক হিসাবে অ্যাড মানি সুবিধার উদ্বোধন

বিকাশ ওয়ালেট থেকে সরাসরি জনতা ব্যাংক পিএলসি’র হিসাবে টাকা স্থানান্তরের (অ্যাড মানি) নতুন সুবিধা চালু করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সেবার উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম, মো. নজরুল ইসলাম ও মো. আশরাফুল আলম, মহাব্যবস্থাপক মো. আব্দুল মতিন ও মোহাম্মদ আনিসসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর এমডি মো. মজিবুর রহমান অনলাইন কর্পোরেট ব্যাংকিং সুবিধারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মাধ্যমে দেশের বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো উন্নত অনলাইন সল্যুশনের মাধ্যমে আরও নিরাপদ, দ্রুত ও কার্যকর ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে।

কালের সমাজ//র.ন

Side banner

করপোরেট কর্নার বিভাগের আরো খবর

Link copied!