ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

পিআর পদ্ধতিতে নির্বাচন জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি ডেকে আনবে : সালাহউদ্দিন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৬:৩২ পিএম পিআর পদ্ধতিতে নির্বাচন জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি ডেকে আনবে : সালাহউদ্দিন

সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালুর চেষ্টা জাতীয় জীবনের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজের বাসায় সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হওয়া একটি পরীক্ষিত প্রক্রিয়া। এর বাইরে কেউ যদি কিছু আসন বেশি পাওয়ার লোভে পিআর পদ্ধতির দাবি তোলে, তবে তা জাতীয় জীবনে ভয়ংকর প্রভাব ফেলবে।”

তিনি আরও বলেন, “ঐকমত্য কমিশনের আলোচনায় নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব নেই। তবুও কেউ রাজনৈতিক স্বার্থে এই ইস্যুতে আন্দোলন করতে চাইলে, বিএনপি রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে।”

জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলে তা ভবিষ্যতে ভয়ংকর নজির হয়ে দাঁড়াবে। যদি সত্যিই নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করতে হয়, তবে অতীতে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকেও নিষিদ্ধ করতে হবে। সেক্ষেত্রে নির্বাচন কাদের নিয়ে হবে?”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এরকম পদক্ষেপে জাতীয় ঐক্য ভেঙে পড়বে এবং এর সুযোগ নেবে পতিত শক্তি। তাই বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। এ বিষয়ে বিচারিক প্রক্রিয়া থাকাই উচিত।”

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “সময় মতো নির্বাচন হলে স্থিতিশীল সরকার গঠন সম্ভব হবে। তা না হলে শুধু জাতীয় নিরাপত্তাই নয়, আঞ্চলিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।”

সংবিধান সংশোধনের বিষয়ে তিনি জানান, বৈধ প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে সংশোধন এলে বিএনপি সমর্থন জানাবে। তবে এমন কোনো বিধানকে সমর্থন করবে না, যা ভবিষ্যতে অরাজকতা তৈরি করতে পারে। তার ভাষায়, “সমস্যার সমাধান আলোচনার টেবিলেই সম্ভব।”

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!