ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে টিসিবির ২০ টন গম জব্দ

কালের সমাজ | পিরোজপুর প্রতিনিধি সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৫:৫১ পিএম পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে টিসিবির ২০ টন গম জব্দ

পিরোজপুর সদর উপজেলার বড় ভাইজোড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে সরকারি টিসিবির ২০ টন গম জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে হাওলাদার ফুড প্রোডাক্টস মিল সিলগালা করা হয় এবং মালিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুল ইসলাম। এসময় ক্যাপ্টেন সাহিদ ইকবাল সান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে মিলের ভেতর সরকারি বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ গম পাওয়া যায়। উপস্থিত শ্রমিকরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং মালিক ও ম্যানেজার অনুপস্থিত থাকায় মিলটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়। পরদিন (১৫ সেপ্টেম্বর) পুনরায় অভিযানে তারা বৈধ কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন।

পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৩ এর ৩৮/৫৮ ধারায় মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কর্তৃপক্ষ জানায়, টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ করে বাজারজাত করার সুযোগ দেওয়া হবে না। জনগণের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!