ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

কালের সমাজ | স্পোর্ট রিপোর্টার সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৮:০৫ পিএম বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে সুপার ফোরে জায়গা নিশ্চিত করতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশ এশিয়া কাপ শুরু করেছিল হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটে জয় দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারতে হয়। ২ ম্যাচ শেষে টাইগারের সংগ্রহ ২ পয়েন্ট, তাই সুপার ফোরে জায়গা পেতে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ জিততেই হবে। অন্যথায় এশিয়া কাপ থেকে বিদায় নিতে হবে।

বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি লড়াই শুরু হয়েছিল ২০১৪ সালে মিরপুরে। এরপর ১১ বছরে দুই দল ১২ ম্যাচ খেলেছে, যার ৭টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। তবে কিছু ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারের ব্যথা এখনও বাংলাদেশ ক্রিকেটের মনে আছে।

বিস্তারিত খেলার আপডেট এবং বাংলাদেশ একাদশের তথ্য পাওয়া যাবে পরবর্তী রিপোর্টে।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!