ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের প্রস্তাব এনসিপির

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৫:৪৬ পিএম জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের প্রস্তাব এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদের সংস্কার বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশ নিয়ে তিনি এ মত দেন। বৈঠকে কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

আখতার হোসেন বলেন, আলোচনায় দুটি দিক বিবেচনায় এসেছে। একটি হলো—যেসব বিষয় সংবিধান সংশোধনের বাইরে থেকেও অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করা সম্ভব। অন্যটি হলো—রাষ্ট্র কাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত মৌলিক সংস্কার, যা কেবল সংবিধান সংশোধনের মাধ্যমে টেকসইভাবে প্রতিষ্ঠা করা যায়।

তিনি উল্লেখ করেন, অতীতে হাইকোর্টে সংবিধান সংশোধনী নিয়ে রায় বাতিলের নজির রয়েছে। ফলে বড় ধরনের পরিবর্তন কার্যকর ও স্থায়ী করার জন্য রাজনৈতিক দলগুলোকে একমত হয়ে সঠিক প্রক্রিয়া নির্ধারণ করতে হবে।

এনসিপির প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, “আমরা মনে করি, একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করে নতুন সংবিধান প্রণয়ন এবং প্রস্তাবিত সংস্কারগুলো ধারাবদ্ধভাবে অন্তর্ভুক্ত করা হলে সেগুলো দীর্ঘস্থায়ী ও গ্রহণযোগ্য হবে।”

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, কমিশনের মেয়াদ বাড়িয়ে এ প্রক্রিয়া সবার কাছে প্রশ্নাতীতভাবে শেষ করা উচিত।

কালেরর সমাজ//র.ন

Side banner
Link copied!