চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি গ্যাস সিলিন্ডার গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার ভোরে বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ভোরে হঠাৎ গুদামে বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশে থাকা লোকজন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, দগ্ধ ১০ জন বর্তমানে চিকিৎসাধীন আছেন। তবে তাঁদের কেউ গুরুতর ঝুঁকিতে নেই।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :