ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

ডেমু ট্রেন কেলেঙ্কারি: সাবেক রেল ডিজি তৌহিদুলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১২:৪১ পিএম ডেমু ট্রেন কেলেঙ্কারি: সাবেক রেল ডিজি তৌহিদুলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ডেমু ট্রেন আমদানি করে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে রেলওয়ের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুদক সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ১০ বছর আগে চীন থেকে ২০টি ডেমু ট্রেন আমদানি করা হয়। ব্যয় ধরা হয়েছিল সাড়ে ৬০০ কোটি টাকা। কিন্তু মাত্র পাঁচ-ছয় মাসের মধ্যেই ট্রেনগুলো বিকল হতে শুরু করে। নতুন প্রযুক্তি পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষ জনবল না থাকায় বারবার মেরামতের চেষ্টা ব্যর্থ হয়। তিন বছর আগে সমস্ত ট্রেন স্থায়ীভাবে অচল হয়ে যায়।

এছাড়াও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ডেমু ট্রেন প্রকল্পটি বাস্তবায়নের পেছনে ব্যক্তিগত স্বার্থ মূল প্রেরণা ছিল, যা শেষ পর্যন্ত রাষ্ট্রকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!