পার্বত্য জেলার রোয়াংছড়িতে নিখোঁজ হওয়া টমটম চালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৩৬)-এর লাশ ৪১ ঘণ্টা পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বান্দরবান সদর ক্যচিংঘাটা এলাকার সাঙ্গু নদী থেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে রোয়াংছড়ি থানাকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। নিহতের মাথায় ধারালো আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের মা আইল্যাবি তঞ্চঙ্গ্যা জানান, তার অনুমান সত্য প্রমাণিত হয়েছে। তার ছেলে হত্যা করে নদীতে ফেলা হয়েছে। নিহত ব্যক্তি রোয়াংছড়ি উপজেলার ৩ নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নাতিনঝিরি পাড়ার বাসিন্দা ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে টমটম চালানোর পর বাড়ি ফেরার পথে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা অমন্ত সেনকে মারধর করে হত্যা করেন এবং লাশ নদীতে ফেলে দেন। পরদিন সকালে স্থানীয়রা রক্তের দাগ ও লাশ খালের বালুচরে টানা হিঁচড়ানোর আলামত দেখতে পান।
নিহতের ব্যাগ ও মোবাইল ফোনও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ কারণে নিহতকে টমটম চালক হিসেবে শনাক্ত করেছেন তার মা ও স্ত্রী।
রোয়াংছড়ি থানার এসআই শুভ্রমুকুল ঘটনাটি নিশ্চিত করে বলেন, “বিকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ করেছেন।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :