ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

সাতরাস্তা মোড়ের অবরোধ তুললো কারিগরি শিক্ষার্থীরা, কাল নতুন অবস্থান কর্মসূচি ঘোষণা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০২:৫৬ পিএম সাতরাস্তা মোড়ের অবরোধ তুললো কারিগরি শিক্ষার্থীরা, কাল নতুন অবস্থান কর্মসূচি ঘোষণা

প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধের পর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে শিক্ষার্থীরা সড়ক ছাড়েছেন। বুধবার দুপুর দুইটার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

তবে সড়ক ছাড়ার আগে এক ব্রিফিংয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম দেওয়ান।

তিনি বলেন, “দশম গ্রেডের বিষয়ে কোনো অনিয়ম বা ষড়যন্ত্র tolerated হবে না। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।”

সড়ক ছাড়ার পর শিক্ষার্থীরা ধীরে ধীরে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যান।

এর আগে, সকাল থেকেই শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে উপস্থিত হন এবং সকাল ১১টার দিকে সড়ক অবরোধ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাপক জানজট সৃষ্টি হয়।

অবস্থানকালে শিক্ষার্থীরা উপ-সহকারি প্রকৌশলী থেকে সহকারি প্রকৌশলী পদে পদোন্নতি, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাতিক নিয়োগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। তারা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে:

  • জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% পদোন্নতি কোটা বাতিল

  • জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল

  • ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন

  • ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল

  • নিয়োগবিধি সংশোধন

গতকাল মঙ্গলবারও শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে প্রায় আধঘণ্টা বিক্ষোভ করে ক্যাম্পাসে ফিরে যান।

এছাড়া, ৭ দফা দাবিতে দেশের একাধিক জেলায় শিক্ষার্থীরা বিক্ষোভ চালাচ্ছেন। বুধবার গাজীপুরে সড়ক অবরোধ এবং দিনাজপুরে রেলপথও অবরুদ্ধ হয়।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!