রাজধানীতে প্রতিদিন নানা রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির কারণে সড়কে ভোগান্তি তৈরি হয়। তাই কোথায় কী কর্মসূচি আছে, তা আগেই জেনে নিলে বিড়ম্বনা এড়ানো সম্ভব। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় নির্ধারিত কর্মসূচি নিম্নরূপ—
বিএনপির কর্মসূচি
কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে দুপুর আড়াইটায় আলোচনা সভা। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল ১০টায় আলোচনা সভায় যোগ দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় প্রতিবাদ সভা। প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জয়নুল আবদীন ফারুক।
নির্বাচন কমিশনের কর্মসূচি
সকাল ১১টায় নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFED-এর মতবিনিময় সভা।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি
সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :