ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

কয়রায় সংবাদ সম্মেলন করায় প্রতিপক্ষর হামলায় গুরুতর আহত দাউদ আলী

কালের সমাজ | কয়রা (খুলনা) প্রতিনিধি সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৪:১৮ পিএম কয়রায় সংবাদ সম্মেলন করায় প্রতিপক্ষর হামলায় গুরুতর আহত দাউদ আলী

কয়রায় সংবাদ সম্মেলন করায় প্রতিপক্ষর হামলায় গুরুত ভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দাউদ নামের এক কাকড়া ব্যবসায়ী।

মঙ্গলবার(১৬সেপ্টেম্বর) রাতে  কয়রা মহেশ্বরপুর ইউনিয়নে বাজার থেকে প্রতিদিনের ন্যায় ব্যবসায়িক কাজকর্ম সেরে নয়টার দিকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওথ পেতে থাকা চার পাঁচ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এবং রড লাঠি দিয়ে ব্যাপক মাধর করে।  

তার কাছে থাকা নগদ ৪৫ হাজার টাকা ও প্রয়োজনীয় খাতা পত্র হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যায় । দাউদ এর চিৎকার শুনে আশেপাশের বাড়ি থেকে লোক ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বর্তমানে চিকিৎসা দিন রয়েছে।

কালের সমাজ // র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!