ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

চীন বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে অংশগ্রহণের আমন্ত্রণ জানাল

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০২:৫৩ পিএম চীন বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে অংশগ্রহণের আমন্ত্রণ জানাল

ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য বাংলাদেশকেও গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ (জিজিআই)-এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে চীন।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার ঢাকায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে এ আমন্ত্রণ জানান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার চীনা দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রত্যক্ষ সহযোগিতা, বৈশ্বিক শাসন উদ্যোগ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ-সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চীনা রাষ্ট্রদূত ইয়াও বলেন, উভয় দেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগোচ্ছে এবং বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। তিনি আরও জানান, গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও ঐকমত্যগুলো বাস্তবায়নে চীন বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভকে স্বাগত জানিয়ে এটিকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য চীনের সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশও দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতির সন্তোষ প্রকাশ করে এবং দুই দেশের জনগণের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা গভীর করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!