ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

বুঝে না বুঝেই অনেক কাজ করেছি: অভিনেত্রী চমক

কালের সমাজ | বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৪:৪২ পিএম বুঝে না বুঝেই অনেক কাজ করেছি: অভিনেত্রী চমক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অল্প সময়েই দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। অভিনয় দক্ষতার পাশাপাশি নিজের খোলামেলা বক্তব্যের কারণেও তিনি আলোচনায় থাকেন। সম্প্রতি এক অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতা ও ভাবনা শেয়ার করেন তিনি।

চমক বলেন, “আমার জীবনটাই চমকে ভরা। প্রতিদিনই নতুন চমক আসে। আমি যেখানে যাই, সেখানেই চমক থাকে। এমন অনেক ক্ষেত্রেই আমাকে দেখা যেতে পারে, যেখানে আগে কখনো চেষ্টা করিনি।”

কাজের প্রসঙ্গে তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গে তার অর্জনের সংজ্ঞা বদলে গেছে। আগে মনে হতো, দু-একটি অসাধারণ নাটক, সিনেমা বা ওটিটি কাজ করা মানেই বড় সফলতা। কিন্তু এখন তিনি ভিন্নভাবে ভাবছেন।

তার ভাষায়, “আমার কাছে এখন গুরুত্বপূর্ণ হলো—আমি সমাজকে কী মেসেজ দিচ্ছি, মানুষের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলছি। শুধু বড় কাজ নয়, সেই কাজ হতে হবে অর্থবহ।”

চমক আরও বলেন, “অনেক সময় না বুঝেই আমি কাজ করেছি। এখন আমি চেষ্টা করি বেছে নিতে, এমন কাজ যা সত্যিই মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে, সমাজে ভিন্নতা তৈরি করতে পারে।”

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!