বাংলাদেশ ভবিষ্যতে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না এবং বর্তমানে আশ্রিত রোহিঙ্গাদের তাদের নিজ মাতৃভূমিতে ফিরিয়ে আনার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ।
বুধবার দুপুরে সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত এক আলোচনায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন এই তথ্য জানান। তিনি আরও বলেন, “অন্তবর্তী সরকার আশা করছে আগামী বছর রোহিঙ্গারা তাদের দেশে নিরাপদে ফিরে যেতে পারবে। তবে এটি সম্ভব আন্তর্জাতিক সহায়তা ছাড়া নয়, এবং সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
এসময় আলোচনায় অংশ নেওয়া কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, “রোহিঙ্গা সমস্যা শুধু মানবিক নয়, এটি রাজনৈতিক, সামরিক ও ভূরাজনৈতিক সমস্যা। সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।”
তাঁরা উভয়েই জোর দেন, যে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর ভূমিকা নেবে তবেই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব।”
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :