ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

১৭ বিয়ের অভিযোগে বরিশালের বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১২:৪৪ পিএম ১৭ বিয়ের অভিযোগে বরিশালের বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তার বিরুদ্ধে সরকারি পদমর্যাদা ব্যবহার করে একাধিক বিয়ে (মোট ১৭টি) করার এবং যৌতুকের জন্য স্ত্রীদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে।

বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একাধিক স্ত্রী অভিযোগ দিলে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় এবং রবিবার রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেয়। একই সঙ্গে বরিশালের ভারপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পটুয়াখালী বিভাগের ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে।

স্থানীয়রা বন কর্মকর্তার বিচার দাবিতে মানববন্ধন করেছে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

এদিকে, মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!