ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

কালের সমাজ | আখাউড়া করেসপনডেন্ট সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:০০ এএম আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ভারতের বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সকাল থেকেই ভারতের উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্য কার্যক্রম স্থগিত রয়েছে।

তবে স্থলবন্দরের আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমসের দাফতরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মো. রাজীব ভূঁইয়া এবং স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, আগরতলা বন্দরের ব্যবসায়ীরা আগেই চিঠি দিয়ে জানিয়েছিলেন যে, পূজা উপলক্ষ্যে আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছেন ফারুক মিয়া।

অন্যদিকে, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ আব্দুস সাত্তার জানান, শুধুমাত্র বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রী চলাচল অব্যাহত রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না।

কালের সমাজ//র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!