ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

ট্রাইব্যুনালে হাজির মাহমুদুর রহমান, শেখ হাসিনার পক্ষের আইনজীবীর জেরা শুরু

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১০:৫৬ এএম ট্রাইব্যুনালে হাজির মাহমুদুর রহমান, শেখ হাসিনার পক্ষের আইনজীবীর জেরা শুরু

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলছে। এরই অংশ হিসেবে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দ্বিতীয় দিনের মতো তাঁকে জেরা করছেন শেখ হাসিনার আইনজীবী।

এর আগে গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন মাহমুদুর রহমান।

সাক্ষ্যে তিনি দাবি করেন, ২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের একটি চুক্তি হয়। এর মাধ্যমে চাকরি ও ‘সেইফ এক্সিটের’ নিশ্চয়তা দেওয়া হয়েছিল।

এছাড়া ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ নেতা শেখ তাপসসহ শীর্ষ নেতৃত্বের ষড়যন্ত্রের ফলেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। সেনাবাহিনীকে দুর্বল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়। তাঁর ভাষ্যমতে, এই পরিকল্পনায় বিদেশি শক্তিও যুক্ত ছিল।

এ মামলায় এখন পর্যন্ত ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। তাঁদের মধ্যে আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও সাক্ষ্য দিয়েছেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!