ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

তেজগাঁও সাতরাস্তায় সড়ক অবরোধে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:৫৮ এএম তেজগাঁও সাতরাস্তায় সড়ক অবরোধে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় ৭ দফা দাবিতে সড়ক অবরোধ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করে।

শিক্ষার্থীরা জানায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অবরোধের কারণে সাতরাস্তা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!