ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

আশুলিয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে স্থানীয়রা

কালের সমাজ | আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৪:২৪ পিএম আশুলিয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে স্থানীয়রা

ঢাকার আশুলিয়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। শুক্রবার (তারিখ) দুপুরে মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কসহ আশপাশের রাস্তায় হাঁটুসমান পানি জমে যায়। এতে হাজার হাজার পোশাক শ্রমিক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয়দের অভিযোগ, আশুলিয়ার নয়নজুলি খাল ও বিভিন্ন ড্রেনের মুখ দখল করে দোকান, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা গড়ে তোলা হয়েছে। ফলে বৃষ্টির পানি নামার পথ বন্ধ হয়ে যায় এবং সামান্য বৃষ্টিতেই সড়ক ও আশপাশের এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। সচেতন মহল প্রশ্ন তুলেছেন—এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ানো এসব দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন কেন নিরব ভূমিকা পালন করছে।

তথ্য অনুযায়ী, আশুলিয়ার নয়নজুলি খালসহ মোট ৮টি খাল দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে রয়েছে। প্রায় ৪০ কিলোমিটার দৈর্ঘ্যের এসব খাল এখনো উদ্ধার করা হয়নি। এর মধ্যে উল্লেখযোগ্য খালগুলো হলো—
১. নয়নজুলি খাল (জামগড়া থেকে আশুলিয়া তুরাগ নদী পর্যন্ত ৭ কিমি)
২. নলীর খাল (ক্যান্টনমেন্ট থেকে বংশাই নদী পর্যন্ত ৬ কিমি)
৩. ডগরতলী খাল (ডগরতলী থেকে বারল খাল পর্যন্ত ৪ কিমি)
৪. বারল খাল (চক্রবর্তী থেকে বংশাই নদী পর্যন্ত ৬ কিমি)
৫. কন্ডার খাল (কন্ডা থেকে সুবন্দী পর্যন্ত ৩ কিমি)
৬. গাজীবাড়ী খাল (নন্দনপার্ক থেকে সুবন্দী পর্যন্ত ৫ কিমি)
৭. ভারারিয়ার খাল (শিমুলিয়া থেকে নলাম পর্যন্ত ৪ কিমি)
৮. গাজারিয়ার খাল (ইয়ারপুর থেকে মনসন্তোষ তুরাগ পর্যন্ত ৫ কিমি)।

এর আগে জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্রমিক সংগঠনের নেতারা রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধনও করেন। তাদের অভিযোগ, বিশেষ করে নয়নজুলি খাল দখল ও অপরিকল্পিত ভবন নির্মাণের কারণেই এলাকাজুড়ে পানিবন্দি পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

ঢাকা জেলার আটবারের সেরা করদাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া বলেন,
“আশুলিয়া আমার জন্মস্থান। সামান্য বৃষ্টিতেই এলাকার রাস্তাগুলো পানিতে তলিয়ে যাচ্ছে। কিছু কারখানা ও বাড়ির মালিক তাদের ব্যবহার করা নোংরা পানি রাস্তায় ছেড়ে দেন, এতে সমস্যা আরও বেড়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। শত বছরের পুরোনো সরকারি নয়নজুলি খাল এখনো উদ্ধার হয়নি। এ বিষয়ে প্রশাসন ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি নিজেও এ কাজে সহযোগিতা করবো।”

স্থানীয়রা জানান, অবিলম্বে দখলকৃত খাল উদ্ধার ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না নিলে আশুলিয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা স্থায়ী দুর্ভোগে রূপ নেবে।

কালেরর সমাজ//র.ন

Side banner
Link copied!