ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

লামা পৌরসভায় ‘সেবা সপ্তাহ’, বকেয়া ফি পরিশোধে ৫০% জরিমানা মওকুফ

কালের সমাজ | বান্দরবান প্রতিনিধি সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৩:৩৫ পিএম লামা পৌরসভায় ‘সেবা সপ্তাহ’, বকেয়া ফি পরিশোধে ৫০% জরিমানা মওকুফ

বান্দরবানের লামা পৌরসভা মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে শুরু করেছে ‘সেবা সপ্তাহ’, যা চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় নাগরিকরা হোল্ডিং কর, পানির বিল, লাইসেন্স ফি ও অন্যান্য বকেয়া ফি পরিশোধ করলে ৫০ শতাংশ জরিমানা মওকুফের বিশেষ সুযোগ পাবেন।

লামা পৌরসভা জানায়, দীর্ঘদিন ধরে অনেক নাগরিকের ফি ও বিল বকেয়া রয়েছে। নাগরিকদের সহজে বকেয়া পরিশোধে সাহায্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার আয় বৃদ্ধি এবং নাগরিক সেবা আরও সহজ ও গতিশীল করতে সেবা সপ্তাহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার সকালে সেবা সপ্তাহের উদ্বোধন করেন লামা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন লামা অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম ও পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।

পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন নাগরিকদের অনুরোধ করেন, এই সুযোগটি ব্যবহার করে বকেয়া ফি পরিশোধ করে পৌরসভার উন্নয়নে সহযোগিতা করতে। তিনি বলেন, “সেবা সপ্তাহের মাধ্যমে নাগরিক সেবা প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে এবং পৌরসভার উন্নয়নমূলক কাজ দ্রুত এগিয়ে যাবে।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!