সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৫ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভারতের ১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের তলুইগাছা ক্যাম্প কমান্ডার আবুল কাশেম উভয় দেশকে প্রতিনিধিত্ব করেন।
বিএসএফ জানায়, ১৫ জন বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের চেষ্টা করছিল। তারা রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টায় হাকিমপুর বিএসএফের টহলদলের হাতে আটক হন। হস্তান্তরকৃতদের মধ্যে ৮ জন নারী, ২ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক নিশ্চিত করেছেন, রাতে বিজিবি সদর থানায় ১৫ জনকে হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি সাতক্ষীরা সদর, শ্যামনগর ও আশাশুনি উপজেলার বিভিন্ন গ্রামে। তিনি বলেন, পরিবারদের সঙ্গে যোগাযোগের পর এদেরকে স্থানীয়ভাবে হস্তান্তর করা হবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :