খুলনার উপকূলীয় অঞ্চলের ২৬ জন অসহায় এতিম শিশুর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে “ইমপেক্ট ইনিশিয়েটিভ” সাহায্য সংস্থা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনার আল ফারুক সোসাইটির সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির অর্থায়ন করেছে “মা ইন্টারন্যাশনাল”।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি শিশুদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) খুলনা জেলা প্রতিনিধি ও খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম।
অনুষ্ঠান পরিচালনা করেন মা ইন্টারন্যাশনালের খুলনা মহানগর ও জেলা প্রতিনিধি এবং কয়রা পাইকগাছা উন্নয়ন ফোরামের সভাপতি এস এ মুকুল। বক্তব্য রাখেন রায়হান কবির, নাজমুল হোসেন, মোঃ রাকিবুল হক হেলাল উদ্দীন, হায়দার আলী নিরু, আফসান মুহাম্মদ প্রমুখ।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, “প্রত্যেকটি বাচ্চা একটি পরিস্ফুটিত ফুলের মতো। তাদেরকে সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রম শেখাতে হবে। শিক্ষার পাশাপাশি হাতের কাজের দক্ষতা থাকলে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে।”
এস এ মুকুল জানান, এতিম শিশুদের বয়স ৫ থেকে ১৮ বছরের মধ্যে এবং তারা খাদ্যসামগ্রীসহ বিভিন্ন সহায়তা পাবে। তিনি আরও বলেন, “উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় ইমপেক্ট ইনিশিয়েটিভ ও মা ইন্টারন্যাশনালের সহযোগিতায় অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম চালাচ্ছে। শিক্ষা, গৃহ নির্মাণ, ত্রাণ, সুপেয় পানি ও অন্যান্য সামাজিক সহায়তা প্রদানের কাজও অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, সংস্থাটি শুধু খাদ্যসামগ্রী নয়, বরং এতিম শিশুদের জন্য শিক্ষা উপকরণ, টিউশন ফি, চিকিৎসা সহায়তা, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে আসছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :