ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনৈক্য, আজ আবার বৈঠকে বসছে ঐকমত্য কমিশন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১০:৫৮ এএম জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনৈক্য, আজ আবার বৈঠকে বসছে ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐক্যমত্য গড়ে ওঠেনি। এ অচলাবস্থা কাটাতে আবারও আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হবে। কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানোর পর এটিই হবে প্রথম আনুষ্ঠানিক সভা।

এর আগে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছিল কমিশন। কিন্তু একমত না হওয়ায় গত ১১ সেপ্টেম্বর থেকে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আনুষ্ঠানিক বৈঠক শুরু করে তারা।

প্রসঙ্গত, দুই দফায় অনুষ্ঠিত সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে মোট ৮৪টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে কমিশন। এসবের ভিত্তিতেই তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ, যার খসড়া ইতোমধ্যে দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

তবে মূল জটিলতা তৈরি হয়েছে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে। কমিশনের ভাষ্যমতে, সনদের অংশ না হয়ে এ বিষয়ে আলাদা করে সরকারকে একটি সুপারিশ দেওয়া হবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!