সাবেক প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের দুইটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখা থেকে লকার দুটি জব্দ করা হয়।
এর আগে, গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে তার আরেকটি লকার জব্দ করা হয়েছিল।
এনবিআর সূত্র জানিয়েছে, অগ্রণী ব্যাংকের ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার শেখ হাসিনার নামে নিবন্ধিত। কর ফাঁকির কোনো বিষয় রয়েছে কি না তা খতিয়ে দেখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
সবশেষ তথ্য অনুযায়ী, অগ্রণী ও পূবালী ব্যাংকে শেখ হাসিনার মোট তিনটি লকার জব্দ করা হলো।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :