ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

কয়রায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কালের সমাজ | এইচ এম লিটন, কয়রা (খুলনা) প্রতিনিধি সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৬:৩৩ পিএম কয়রায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে গুলি ও বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কয়রা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাইদ বিশ্বাস, বিএনপি নেতা মো. শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন, আলহাজ্ব মনিরুজ্জামান মনি, সরদার মতিয়ার রহমান, আব্দুর রহিম সোনা, ফয়জুল করিম খোকন, সরদার আব্দুস সামাদ, কোহিনূর ইসলাম, রফিকুল ইসলাম মিস্ত্রী, এ্যাড. মঞ্জুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, মোল্যা ইয়াকুব আলী, মফিজুল ইসলাম, আব্দুল হামিদ, এইচ এম লিটন, আলাউদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের নেতারা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষকদলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, সদস্য আবু সাঈদ মালী, যুবদল নেতা এহসানুর রহমান, আকবর হোসেন, ইউনুস আলী, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল ইসলাম, আনারুল ডাবলু, দেলোয়ার হোসেন, আসাফুর রহমান, স্বেচ্ছাসেবক দলের ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, ওবায়দুল্লাহ, মাসুম বিল্লাহ, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ইমরান হোসেন ও আলাউদ্দিন প্রমুখ।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!