ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

কালের সমাজ | মাদারীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৫:৪৫ পিএম শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেনা আক্তার (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর চোকদারকান্দি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হেনা ওই গ্রামের শাহাবুদ্দিন বেপারীর কন্যা।

পরিবারের সদস্যরা জানান, হেনা বিকেলে নিজ বাড়িতে বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল। খেলতে খেলতে সে ঘরের একটি ফ্রিজের বৈদ্যুতিক তারে হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরবর্তীতে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেনাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!