বুধবার (১৭ সেপ্টেম্বর) সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে সামরিক সহযোগিতা জোরদারকরণ এবং ইউরোপীয় সহায়তায় দেশের সামরিক শিল্পের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
ইইউ রাষ্ট্রদূত সাক্ষাৎকালে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদানকে বিশেষভাবে প্রশংসা করেন এবং সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার ভবিষ্যৎ সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :