ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

শেখ হাসিনা ও পরিবার প্রবাসে ভোট দিতে পারবেন না: ইসি

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৭:১৯ পিএম শেখ হাসিনা ও পরিবার প্রবাসে ভোট দিতে পারবেন না: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা প্রবাসে ভোট দিতে পারবেন না বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার বলেন, প্রবাসী ভোটিংয়ের ক্ষেত্রে মূল বিষয় হল নিবন্ধনযোগ্যতা। যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক বা লক করা আছে, তারা ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন না। “এক্ষেত্রে লক করা এনআইডি যাদের, তাদের প্রবাসে ভোট দেওয়ার সুযোগ নেই,” উল্লেখ করেন তিনি। তবে মামলার কারণে বা অন্য কারণে বিদেশে থাকা অন্য প্রবাসীরা ভোট দিতে পারবেন।

এবার দেশের ইতিহাসে প্রথমবার আইটি সমর্থিত পোস্টাল ব্যালটের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ব্যালট বিডি’ নামের নিবন্ধন অ্যাপের মাধ্যমে ভোটের জন্য নিবন্ধন করবেন। এরপর নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসারের কাছে প্রেরণের জন্য বিশেষ খামে প্রতীকসহ ব্যালট পেপার পাঠানো হবে। ভোট দেওয়ার পর তা ফেরত পাঠিয়ে জমা দিতে হবে।

২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ জনের এনআইডি স্থগিত করে। শেখ হাসিনার পাশাপাশি যাদের এনআইডি স্থগিত রয়েছে তারা হলেন:

  • ছেলে: সজীব আহমেদ ওয়াজেদ জয়

  • মেয়ে: সায়মা ওয়াজেদ পুতুল

  • বোন: রেহানা সিদ্দিক

  • ভাগ্নি: টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক

  • ভাগ্নে: রাদওয়ান সিদ্দিক (ববি)

  • নিরাপত্তা উপদেষ্টা: তারিক আহমেদ সিদ্দিক

  • তারিকের পরিবার: স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক

ইসি কর্মকর্তারা জানান, লক করা এনআইডি ব্যবহার করা যায় না, তাই এই তালিকাভুক্ত ব্যক্তিরা প্রবাসে ভোট দিতে পারবেন না।

উল্লেখ্য, ১১ মার্চ শেখ হাসিনা, তার পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগের নামে ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয় আদালত।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!