বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতনের পরও তাদের ষড়যন্ত্র সম্পূর্ণ শেষ হয়নি। তাই শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখা আবশ্যক।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তারেক রহমান এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উৎসবের প্রাক্কালে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ঐতিহ্যগতভাবে সবার সহযোগিতায় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের মাধ্যমে দেশে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত ইতোমধ্যেই সুপ্রতিষ্ঠিত হয়েছে।
তারেক রহমান উল্লেখ করেন, “সাম্প্রতিক অতীতে পলাতক স্বৈরশাসনের সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় হীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন অপকর্মের মাধ্যমে ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছে।”
তিনি দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার রক্ষা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে সমন্বয় করার আহ্বান জানান। পাশাপাশি জনগণের সর্বস্তরের সহযোগিতায় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :