ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থীর নমিনেশন বাতিল

কালের সমাজ | তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ ব্যুরো সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৭:২২ পিএম কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থীর নমিনেশন বাতিল

আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন সামনে রেখে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. ওমর ফারুক তার জমা দেয়া মনোনয়নপত্রের ‍‍`সর্বশেষ অবস্থা‍‍` জানতে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় তার ব্যক্তিগত চেম্বারে সংবাদ সম্মেলন করেন তিনি।

গত ১৬ সেপ্টেম্বর সব প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হলেও তাকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। তার মনোনয়নপত্রটি বৈধ নাকি অবৈধ সেটাও জানানো হয়নি। এ বিষয়ে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ চেয়েছেন।

ভুক্তভোগী ওই প্রার্থীর নাম মো: ওমর ফারুক। তিনি জেলা বিএনপির সদস্য। এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: ওমর ফারুক অভিযোগ করে বলেন, ‍‍`আগামী ২০ সেপ্টেম্বর জেলা বিএনপির সম্মেলন। সম্মেলন সফল ও বাস্তবায়ন করার জন্য কেন্দ্র থেকে একটি নির্বাচন কমিশন গঠন করে দেয়া হয়েছে। আমি নির্বাচন কমিশনের ঘোষিত সময় অনুযায়ী সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করি এবং তা যথাসময়ে জমা প্রদান করি। তফসিল অনুযায়ী ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল এবং বাছাই, একই দিন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এবং ১৬ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দের সময় ছিল। নির্বাচন কমিশন সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দিলেও আমার বিষয়ে কোনো কিছু জানাননি। দুইদিন অপেক্ষার পর সশরীরে নির্বাচন কমিশনারের সাথে দেখা করে মনোনয়নপত্রের বিষয়ে জানতে চেয়েছি। কিন্তু আমার মনোনয়নপত্র যদি বাতিল হয়ে থাকে তাহলে বিষয়টি আমাকে অফিসিয়াললি জানানোর কথা থাকলেও জানানো হয়নি। আমি বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।‍‍`

সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপও কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. খুরুম শেখ, হোসেনপুর পৌর সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ পারভেজ নয়ন, কিশোরগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির, জিয়া সংসদ কিশোরগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মো: খায়রুল ইসলাম, শ্রমিক দলের প্রচার সম্পাদক ইসলাম মোল্লা, হোসেনপুর পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক উজ্জল ও ব্যবসায়ী আনিসুর রহমান প্রমুখ।

এ বিষয়ে জেলা বিএনপি‍‍`র অনুষ্ঠিতব্য সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী মিজানুর রহমান বলেন, ‍‍`ওমর ফারুক কোনো ইউনিটের কাউন্সিলর নন। কাউন্সিলর না হলে ওনি প্রার্থী হতে পারেন না।যে কারণে ওমর ফারুকের প্রার্থীতা বাতিল করা হয়েছে। বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। আমরা কেন্দ্রের নির্দেশের বাইরে তো আর কোনো কিছু করতে পারি না। প্রয়োজন হলে লিখিতভাবেও জানিয়ে দেওয়া হবে।‍‍`

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!