ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

ঘোড়াঘাটে এনজিওর নামে প্রতারণা, জনতার হাতে আটক এক ব্যক্তি

কালের সমাজ | সাহারুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৬:৩০ পিএম ঘোড়াঘাটে এনজিওর নামে প্রতারণা, জনতার হাতে আটক এক ব্যক্তি

দিনাজপুরের ঘোড়াঘাটে এনজিও কর্মকর্তার পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে আনোয়ার হোসেন জুয়েল (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি বাজার এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আনোয়ার হোসেন জুয়েলের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার বইনি গ্রামে। তিনি নিজেকে ‘ওয়েভ ফাউন্ডেশন’ নামে একটি এনজিওর ম্যানেজার দাবি করলেও ওই প্রতিষ্ঠানের কোনো অফিস বা কর্মকর্তার সন্ধান মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, কয়েকদিন ধরে জুয়েল সহজ শর্তে ঋণ দিয়ে স্বাবলম্বী করার প্রলোভন দেখাচ্ছিলেন। এ সুযোগে সদস্যপদ ও চাকরির নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেন। এর মধ্যে মোটরসাইকেল মেকানিক সুমনের কাছ থেকে ৩ লাখ, মিষ্টি ব্যবসায়ী জসরতের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার এবং ব্যবসায়ী সোহেলের কাছ থেকে ১ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সদস্য হওয়ার নামে টাকা নেন তিনি। এমনকি চাকরির আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেও টাকা আদায় করেন।

স্থানীয় ব্যবসায়ী সরোয়ার হোসেন বলেন, “আমাকে ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০০ টাকা সদস্য ফি নিয়েছিল জুয়েল। পরে বিষয়টি প্রতারণা বুঝতে পেরে আমি ৯৯৯-এ ফোন দিই।”

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!