ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

জনতা ব্যাংক স্টাফ কলেজে অফিসারদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করলেন এমডি মজিবর রহমান

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক জুলাই ৩০, ২০২৫, ০৭:২১ পিএম জনতা ব্যাংক স্টাফ কলেজে অফিসারদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করলেন এমডি মজিবর রহমান

জনতা ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান সম্প্রতি জনতা ব্যাংক স্টাফ কলেজ, ঢাকায় আয়োজিত “ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স (ব্যাচ ০৭/২৫)” শীর্ষক ২৫ কর্মদিবসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

এই প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংকের ৫০ জন সিনিয়র অফিসার অংশগ্রহণ করছেন। কোর্সটির উদ্দেশ্য হলো কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করা, যাতে তারা ভবিষ্যতে আরও কার্যকরভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্টাফ কলেজের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও ইনচার্জসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

জনতা ব্যাংকের এমডি মো. মজিবর রহমান বলেন, “এ ধরনের প্রশিক্ষণ ব্যাংকের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ব্যাংকিং সেবার মান আরও উন্নত হবে।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!