চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৯৩ কোটি মার্কিন ডলার (১.৯৩ বিলিয়ন ডলার)। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ দাঁড়ায় ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা।
রোববার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জুলাই মাসের বাকি দিনগুলোতেও এ প্রবাহ অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর নজরদারি, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং প্রবাসী আয়ে প্রণোদনার সুফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও কিছুটা স্বস্তি ফিরেছে।
এর আগে, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড গড়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের (২৩.৭৪ বিলিয়ন ডলার) তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি।
গত জুন মাসেই দেশে রেমিট্যান্স এসেছে ২৮২ কোটি ডলার, যা গত বছরের জুনের তুলনায় ১১ শতাংশ বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়েছে এবং ডলারের সংকট কাটিয়ে উঠতে সহায়ক ভূমিকা রাখছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :