ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

জুলাইয়ের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ডলার

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক জুলাই ৩০, ২০২৫, ০৬:৫১ পিএম জুলাইয়ের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ডলার

চলতি বছরের জুলাই মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৮৫ লাখ ডলার। বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “চলতি জুলাই মাসে ২৯ দিনের হিসাব অনুযায়ী প্রবাসী আয় দাঁড়িয়েছে ২২৭ কোটি ৬০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ৫০ শতাংশ বেশি।”

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭৩ কোটি ২০ লাখ ডলার।

তিনি আরও জানান, শুধু ২৯ জুলাই একদিনেই দেশে এসেছে ৮ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।

বিশ্লেষকরা মনে করছেন, হুন্ডির বদলে বৈধ চ্যানেলে অর্থ পাঠানোয় প্রবাসী আয়ের এ ইতিবাচক প্রবাহ দেখা যাচ্ছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনা ও মনিটরিং ব্যবস্থার কার্যকারিতাও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!