ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ডিমলায় মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ১ যুবক

কালের সমাজ | ডিমলা (নীলফামারী) প্রতিনিধি জুলাই ৩০, ২০২৫, ০৭:৩২ পিএম ডিমলায় মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ১ যুবক

নীলফামারীর ডিমলা উপজেলা সদরের বাণিজ্যিক এলাকা টিএন্ডটি (টেলিফোন অফিস) রোডে অবস্থিত “মেসার্স বক্কর অ্যান্ড সন্স” নামের একটি মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় পাম্পে থাকা শ্রাবন (১৮) নামের এক যুবক আগুনে দগ্ধ হন। তিনি পার্শ্ববর্তী ডোমার উপজেলার পাঙ্গা ইউনিয়নের মৌজাপাঙ্গা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়।

ডিমলা ফায়ার সার্ভিসের টিম লিডার নুর মোহাম্মদ জানান, খবর পাওয়ার পর সকাল ৯টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। পরে ডোমার ও নীলফামারী ফায়ার সার্ভিসের সহায়তায় চারটি ইউনিট যৌথভাবে ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে পেট্রোল পাম্পটির কয়েকটি নতুন চার্জার অটোরিকশা, মোটরসাইকেল, ১২ ভোল্টের ব্যাটারি, সয়াবিন তেল, আটা, সাবান, চিনি, ডিটারজেন্ট, ডিজেল, পেট্রোল, অকটেন ও আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশের মোটরসাইকেল ও অটোরিকশা শোরুম, ব্যবসা প্রতিষ্ঠান, গুদাম, মার্কেট, ব্যাংক, এনজিও, বীমা অফিস এবং বসতবাড়ি।

পাম্পটির মালিক উপজেলার বালাপাড়া ইউনিয়নের মৃত জুরান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে চূড়ান্ত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে প্রকৃত কারণ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতারা।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!