ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করা গণতন্ত্রের পক্ষের নয়: সালাহউদ্দিন আহমেদ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৬, ২০২৫, ০৪:৩১ পিএম নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করা গণতন্ত্রের পক্ষের নয়: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্র ও দেশের মানুষের পক্ষের শক্তি নয়। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, “খালেদা জিয়া শুধু একটি নাম নয়, তিনি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের অংশ। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি দুই শিশু সন্তানসহ বন্দিত্বে ছিলেন। পরে দীর্ঘ নয় বছরের আন্দোলনে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারকে উৎখাত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সালে তিনি নির্দলীয় তত্তাবধায়ক সরকার সংবিধানে প্রবর্তন করেন, যা আমাদের গণতন্ত্রের ভিত্তি দৃঢ় করেছে।”

তিনি আরও বলেন, “আজ যারা গণতন্ত্রের বিরুদ্ধে নানা বক্তব্যের মাধ্যমে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা দেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো নির্বাচন বিলম্বিত বা বাতিল করার চেষ্টা করছে। কিন্তু জনগণ গণতন্ত্র ও ভোটাধিকার প্রয়োগের জন্য সংকল্পবদ্ধ।”

সালাহউদ্দিন উল্লেখ করেন, “আমাদের সন্তানরা শহীদ হয়েছেন, আমরা ১৬-১৭ বছর ধরে গণতান্ত্রিক সংগ্রাম করেছি। জাতীয় ঐক্যকে শক্তিশালী করে আমরা একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চাই। সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে হবে।”

এছাড়া তিনি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশের মানুষের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রার্থনা জানান, তিনি গণতন্ত্র ও স্বাধীনতার আলোর দিশারী হিসেবে দীর্ঘায়ু লাভ করুন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!