অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। রোববার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জামায়াত আমিরের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনায় দোয়া করেন। এ আন্তরিকতার জন্য জামায়াতে ইসলামী কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উল্লেখ্য, গত শনিবার (২ আগস্ট) সকালে ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তিনি কেবিনে রয়েছেন এবং চিকিৎসকের সঙ্গে হাঁটাহাঁটি করছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :