ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

জনগণের ইচ্ছাতেই দেশ পরিচালিত হবে : তারেক রহমান

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১১, ২০২৫, ০৮:৪১ পিএম জনগণের ইচ্ছাতেই দেশ পরিচালিত হবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে। সোমবার (১১ আগস্ট) নওগাঁ জেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। এই দেশ জনগণের, তাই ২০ কোটি মানুষের অধিকাংশ যেমনটি চাইবে, সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে।

তারেক রহমানের মতে, জনগণের রাজনৈতিক অধিকার প্রয়োগের প্রধান মাধ্যম হলো ভোটাধিকার। ভোটের মাধ্যমে জনগণ নির্ধারণ করে নির্দিষ্ট সময়ের জন্য কে দেশ পরিচালনা করবে। এই অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক মানুষ গুম, খুন ও কারাবরণের শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় জানিয়ে তিনি বলেন, কাউকে হেয় বা ছোট না করে সবার মতামতকে সম্মান জানিয়ে এগোতে চায় দলটি। রাষ্ট্র সংস্কার ও জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলার জন্য বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে।

তিনি দাবি করেন, বিএনপির ৩১ দফা এবং সরকারের ঐকমত্য কমিশনের প্রস্তাবিত বিষয়গুলো প্রায় একই, সামান্য কিছু পার্থক্য থাকতে পারে।

রাষ্ট্র পরিচালনায় বিএনপির অভিজ্ঞতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রাখে এবং ফেব্রুয়ারিতে ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দলটির প্রত্যাশা।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!