জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছেন নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্যের কারণে। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ ফজিলাতুননেসা মুজিবের চরিত্রে অভিনয় করা তিশার বিরুদ্ধে শাওন কঠোর সমালোচনা করেছেন।
রোববার (১০ আগস্ট) শাওন তিশার একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিশা সিনেমায় অভিনয়ের বিষয়ে তার অনুভূতি প্রকাশ করেছেন। সেই ভিডিওতে তিশার শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নানা ছবি দেখা যায়। ভিডিওটি শেয়ার করে শাওন লিখেছেন, “এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। আমার ছোট বোনের সঙ্গে একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছিল। আপুনি ডাকত, আমি তাকে আমার বোনের মতোই দেখতাম।”
শাওন আরও জানান, ১৯৯৬ সালের জাতীয় সংসদে তার মায়ের সহকর্মী শাহিন মনোয়ারা হকের সঙ্গে তিশার পারিবারিক সম্পর্ক ছিল। তিনি তিশাকে কমন প্ল্যাটফর্মে প্রায়ই দেখতেন। শাওনের কথায়, “আমার পরিচালনায় ‘একলা পাখী’ ধারাবাহিকে তার অভিনয় কাজের সময় কাছাকাছি ছিলাম। তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মেয়েটাকে শ্রদ্ধাভরে ‘ইনু মামা’ বলে ডাকতেন।”
তবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি শাওন এখনও দেখেননি এবং দেখতে ইচ্ছুকও নন। তিনি বলেন, “বাস্তব জীবনে মেয়েটার অভিনয় দেখলাম, শখ মিটে গেছে।” শেষ পর্যন্ত হ্যাশট্যাগ দিয়ে তিশার উদ্দেশে শাওন লেখেন, ‘নাটক কম করো পিও।’
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের শ্যাম বেনেগাল। এতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। সিনেমাটি মুক্তির পর বিশেষ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিশাকে নানা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :