গত ১০ আগস্ট অভিনেত্রী পরীমণির ছেলে পূণ্যের তৃতীয় জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়। ছেলের এই বিশেষ দিনে কোনো কমতি রাখতে চায়নি নায়িকা। কিন্তু পরীমণি লক্ষ্য করেন, ব্যক্তিগত অনুষ্ঠানটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং কেউ তা ব্যবসায়িক ভ্লগ হিসেবে প্রচার করছেন। এতে মেজাজ হারান নায়িকা।
পরবর্তীতে পরীমণি তার ফেসবুকে ছেলের অসুস্থতার খবর দেন। থার্মোমিটারের ছবি পোস্ট করে তিনি ছেলের জ্বরের তথ্য জানান এবং লিখেন, “ছেলের এমন জ্বর। যারা আজকে আমার মাথা গরম করছে, তাদের একটারও ছাড় দেব না।”
রোববার (১৭ আগস্ট) পরীমণি বেসরকারি একটি হাসপাতাল নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন। তিনি লেখেন, “এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্মকাহিনি! কত-শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক।”
পরীমণির পোস্টের পর ভক্তদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। কেউ লিখেছেন, “এই দেশে এমন অনেক কাহিনি আছে,” কেউ বলেছেন, “দুঃখজনক, খুবই খারাপ অবস্থা,” আবার কেউ লিখেছেন, “বাংলাদেশে খুবই হাস্যকর বিষয়।” তবে অধিকাংশ ভক্ত এখন বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :