ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ

কালের সমাজ | এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি জুলাই ১৬, ২০২৫, ০৭:০৭ পিএম গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

বিক্ষোভ চলাকালে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয় এবং কর্মসূচির স্থানে ‘তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘গোপালগঞ্জে হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’ প্রভৃতি স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

 

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক মোহাম্মদ আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাসসুম, সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, নাঈম বাবু, রাহাত রাজা, আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ ও আবু হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, “প্রশাসনের অবহেলা এবং নীরব ভূমিকার সুযোগ নিয়েই গোপালগঞ্জে এই বর্বর হামলা চালাতে সাহস পেয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

 

পাশাপাশি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরায় আরেকটি বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

 

এই ঘটনায় শহরের যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে এবং প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

 

কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!