পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
লামা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ জাতিকে অনুপ্রেরণা জোগায়, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং ন্যায়-নির্ভর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে। তাঁদের ত্যাগ জাতির জন্য এক গর্বের অধ্যায়।” বক্তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে লামা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, “শহীদদের আত্মত্যাগ যেন বিফলে না যায়, সে জন্য আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।”
এ উপলক্ষে লামা তথ্য অফিসের উদ্যোগে `জুলাই পুনর্জাগরণ ২০২৫` কর্মসূচির আওতায় প্রদর্শিত হয় ‘জুলাই বিপ্লবের’ উপর নির্মিত দুটি প্রামাণ্যচিত্র—“জুলাই আন্দোলনে বীর চট্টলা” ও “জুলাই অনির্বাণ”। একই প্রামাণ্যচিত্র লামার সরকারি মাতামুহুরি কলেজেও প্রদর্শন করা হয়।
এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনায় `জুলাই আন্দোলনে আপনার অনুভূতি` শীর্ষক পোস্টকার্ড বিতরণ করে অংশগ্রহণকারীদের কাছ থেকে লিখিত অনুভূতি সংগ্রহ করা হয়।
লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও জনবহুল স্থানে আগামী ৩৬ জুলাই পর্যন্ত এই প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা থাকবে বলে জানান সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।
এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ‘জুলাই শহীদ দিবস’-এর গুরুত্ব ও ইতিহাস তুলে ধরার পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :