ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

সেনাবাহিনীর সাঁজোয়া যান করে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৬, ২০২৫, ০৬:৪১ পিএম সেনাবাহিনীর সাঁজোয়া যান করে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

গোপালগঞ্জ থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের। বুধবার (১৬ জুলাই) বিকেলে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের সরিয়ে নেওয়া হয়। বিকেলে এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতাকে সেনাবাহিনীর সাঁজোয়া যান (এপিসি)-তে তুলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।


নিরাপদে সরিয়ে নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও আখতার হোসেন।


এর আগে দুপুরে সমাবেশ শেষে ফেরার পথে গোপালগঞ্জের চৌরঙ্গী মোড়ে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।


পরিস্থিতি উত্তপ্ত হলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা আশ্রয় নেন গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে।


গাড়িবহরে হামলার পর পৌরপার্ক ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এখনও দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি হামলাকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালিয়ে যাচ্ছে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন জেলার বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে চার প্লাটুন বিজিবি ইতোমধ্যে মোতায়েন রয়েছে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!