গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার পর জেলাজুড়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।
এ সময় পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ, সাংবাদিকসহ আরও অন্তত ১২ জন।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় হামলার শিকার এনসিপির কেন্দ্রীয় নেতাদের উদ্ধার করা হয়। পরে বিশেষ নিরাপত্তায় তাদের খুলনায় পৌঁছে দেওয়া হয়।
বুধবার (১৬ জুলাই) দিবাগত রাতে সেনা-পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে খুলনায় পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা।
এর আগে, বিকেলে গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিলও করেন।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :