ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

আজ ‘জুলাই শহীদ দিবস’, পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৬, ২০২৫, ০৯:৪৮ এএম আজ ‘জুলাই শহীদ দিবস’, পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

আজ ১৬ জুলাই (বুধবার) দেশের বিভিন্ন স্থানে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। গতকাল (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।


এদিন শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাদের শান্তির জন্য প্রার্থনার আয়োজন করা হয়েছে।


উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হন। এরপর থেকেই দিনটিকে সরকার ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!