ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি

কালের সমাজ | জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ জুলাই ১৬, ২০২৫, ০৪:১২ পিএম গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।


এর আগে দুপুরের দিকে শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশ শেষে পদযাত্রা চলাকালে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ মিছিল নিয়ে এসে সমাবেশ মঞ্চে হামলা চালায়। তারা মঞ্চের সাউন্ড সিস্টেম, মাইক, চেয়ার ভাঙচুর করে এবং এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।


উল্লেখ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জ সদর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!