ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

‘জাতীয় সংস্কারক’ উপাধি নিতে আগ্রহী নন ড. ইউনূস

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৫, ২০২৫, ০৮:০৬ পিএম ‘জাতীয় সংস্কারক’ উপাধি নিতে আগ্রহী নন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘জাতীয় সংস্কারক’ উপাধি গ্রহণে আগ্রহী নন, একইসঙ্গে সরকারও তাকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না বলে জানানো হয়েছে।


মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এটি হাইকোর্টের একটি রুলের প্রেক্ষিতে দেওয়া হয়েছে।


এর আগে সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ অধ্যাপক ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।


প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, অধ্যাপক ইউনূস নিজেও এমন কোনো ঘোষণার ইচ্ছা প্রকাশ করেননি এবং সরকার এ ধরনের কোনো ঘোষণা দেওয়ার উদ্যোগও নেয়নি। হাইকোর্ট থেকে দেওয়া রুল সরকারের দৃষ্টিগোচর হয়েছে এবং আদেশের অনুলিপি হাতে পেলে যথাসময়ে এর উত্তর দেওয়া হবে।


বিবৃতিতে আরও জানানো হয়, উক্ত রিটটি আবেদনকারীর নিজস্ব উদ্যোগে দায়ের হয়েছে বলেই মনে করা হচ্ছে। এই নির্দেশনার জন্য কী যুক্তি উপস্থাপন করা হয়েছে, সেটাও স্পষ্ট নয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে অ্যাটর্নি জেনারেলের দফতর।


কারের সমাজ//র.ন

Side banner
Link copied!