নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদেশ আলী স্বপদে পুনরায় যোগদান করেছেন। তার বিরুদ্ধে আনীত চারটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তাকে দায়মুক্তি দিয়ে পূর্বের পদে বহালের নির্দেশ দেয়।
গত ৮ জুলাই শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (মা-২) জি.এম. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে স্বপদে বহালের নির্দেশ প্রদান করা হয়। পত্রে উল্লেখ করা হয়, প্রফেসর আব্দুল মালেক খানের দায়েরকৃত একাধিক অভিযোগের তদন্ত শেষে কোনো অভিযোগই সত্য প্রমাণিত হয়নি।
এই নির্দেশনার আলোকে গত রোববার (১৩ জুলাই) দুপুর আড়াইটায় তিনি আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে যোগদান করেন। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। যোগদান অনুষ্ঠানে মিষ্টি বিতরণ এবং সহকারী প্রধান শিক্ষক আইয়ুব আলীর হাত ধরে তাকে তার চেয়ারে বসানো হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৯ জুলাই তিনি বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগদানপত্র দাখিল করেন।
এ প্রসঙ্গে প্রধান শিক্ষক বাদেশ আলী বলেন, “গত ৫ আগস্টের পর একটি বিশেষ পরিস্থিতির কারণে দীর্ঘদিন বিদ্যালয়ের বাইরে থাকতে হয়েছে। আজ পুনরায় দায়িত্বে ফিরে এসে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি সবাইকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত রাখতে কাজ করে যেতে চাই।”
মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ বলেন, “অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধান শিক্ষক বাদেশ আলীকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। চিঠির প্রেক্ষিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
কারের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :