ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৫, ২০২৫, ১২:০৭ পিএম প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩২ হাজারেরও বেশি প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।


বৈঠকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মান ও কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা হয়। উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, শিক্ষা ব্যবস্থায় প্রচুর অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত মানোন্নয়ন হয়নি। এ অবস্থায় স্কুলগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করে র‌্যাংকিং তৈরি করা হচ্ছে এবং পিছিয়ে থাকা স্কুলের জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে।


মূল্যায়নে দেখা গেছে, যেসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক দক্ষ ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্কে রয়েছেন, সেখানে শিক্ষার মান তুলনামূলক ভালো। বর্তমানে ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এ প্রসঙ্গে দ্রুত নিয়োগের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, “প্রধান শিক্ষক নিয়োগে যোগ্যতার ভিত্তিতে ক্যাটাগরি নির্ধারণ করতে হবে। দীর্ঘদিন শিক্ষকতা করা অভিজ্ঞদের যেমন অগ্রাধিকার দিতে হবে, তেমনি তরুণদের জন্যও সুযোগ নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।”


এ জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেন তিনি।


এছাড়া শিক্ষক বদলির নীতিমালাতেও পরিবর্তনের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “বদলির ক্ষেত্রে সুস্পষ্ট ও বাধ্যতামূলক প্রক্রিয়া থাকতে হবে। কেউ তদবির বা সুপারিশের মাধ্যমে বদলি হতে পারবেন না।”


মেয়েদের জন্য স্কুল অবকাঠামো কতটা উপযোগী সে বিষয়েও খোঁজ নেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “স্কুল ভবন নির্মাণের কমিটিতে অন্তত একজন নারী স্থপতি রাখতে হবে যেন নারীবান্ধব অবকাঠামো নিশ্চিত হয়।”


এছাড়াও দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ চালুর ওপর জোর দেন তিনি।


এ বৈঠকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনের জন্য নীতি ও বাস্তবায়নে নতুন করে ভাবনার আহ্বান জানানো হয়।


কালের সমাজ//এসং.র.ন

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!