ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ফেনীতে বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

কালের সমাজ | ফেনীর জেলা প্রতিনিধ জুলাই ১৫, ২০২৫, ০৩:৪১ পিএম ফেনীতে বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

ফেনীতে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জোর দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।


সোমবার (১৪ জুলাই) ফেনীর তিন উপজেলা ফুলগাজী, ছাগলনাইয়া এবং পরশুরাম পরিদর্শনের সময় তিনি এসব এলাকায় বাঁধ নির্মাণ এর তাগিদ দিয়েছেন।


প্রথমেই ফুলগাজী উপজেলার শ্রীপুর নাপিত পাড়ায় যান। সেখানে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতামত এর সময় নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। মঞ্জু বলেন, দূর থেকে যা শোনা যায় ফেনীর বন্যার বাস্তব অবস্থা তার চেয়ে অনেক খারাপ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ক্ষতিগ্রস্ত এলাকা পনিদর্শনে আসায় তাকে ধন্যবাদ জানান। তবে প্রতিশ্রুতি অনুযায়ী বাঁধ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা মনে করিয়ে দেন। তিনি বলেন পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির কারণে বারবার বাঁধ ভেঙ্গে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।


ফেনীর সন্তান মঞ্জু বলেন, আমরা ত্রাণ চাই না, আগামীতে যেন আর কৃত্রিম বন্যা না হয় সেই ব্যবস্থা নিন।


পরিদর্শনকালে এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ফেনী জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকি, যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, ফেনী পৌর আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, সোনাগাজী উপজেলা সদস্য সচিব ওয়াশিউর রহমান খসরু, মাজহারুল ইসলাম জয়, সদর উপজেলার আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব রোটারীয়ান মোঃ নজরুল ইসলাম সবুজ, সদস্য সাইদুল হক মিলন, এবি যুবপার্টির আহবায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।


কারের সমাজ//র.ন

Side banner
Link copied!